Dear, CEO Designxpress
বিনীত নিবেদন এই যে, আশা করি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন Employee । আমি আগামীকাল ডাক্তারের কাছে যাব। তাই অফিসে উপস্থিত হতে পারবো না।
অতএব সবিনয় অনুরোধ এই যে, আমাকে উক্ত দিনের ছুটি দিয়ে বাধিত করিবেন।
নিবেদক
সাব্বির সরকার