Dear Ceo Designxpress
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন Employee। আমার দুলা ভাই অসুস্থ, আগামী মঙ্গলবারে দুলাভাইয়ের মেরুদন্ড অপারেশন হবে, তাই আগামীকাল আমার দুলা ভাইকে নিয়ে ঢাকায় যাইতে হবে, আর আগামী দশ দিন দুলাভাইয়ের সাথে হসপিটালে থাকতে হবে, তাই আমি ১৪ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত অফিসে উপস্থিত হতে পারবো না।
অতএব সবিনয় অনুরোধ আমাকে উক্ত দশ দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।
নিবেদক
সাব্বির সরকার