Dear Ceo Designxpress ,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন Employee। আমার বার্ষিক পরিক্ষার জন্য (7-1-2025) ও (11-1-2025) তারিখে 1.30 টা থেকে ৬ টা এবং (8-1-2025) , (12-1-2025) ,(22-1-2025) ও (26-1-2025) তারিখে 9 টা থেকে 6 টা পর্যন্ত অফিসে উপস্থিত হতে পারবো না।
অতএব সবিনয় অনুরোধ আমাকে উক্ত দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।
নিবেদক
সাব্বির সরকার