Shabbir Sarkar (DXE048) – Requested For Study Leave

  1. বিষয় : অনার্স তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষার ছুটির জন্য আবেদন
    Dear Ceo Designxpress

বিনীত নিবেদন এই যে, আশা করি আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনার অফিসের একজন Employee। আমার অনার্স তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষার জন্য
এপ্রিল মাসের [২৩,২৬,২৯] ও মে মাসের [৩,৬] তারিখে অর্ধ কর্ম দিবস এবং
এপ্রিল মাসের [২৪,২৭,৩০ ] ও মে মাসের [৪,৭,১৩,১৮,২১] তারিখে পূর্ণ কর্মদিবস অফিসে উপস্থিত হতে পারবো নাহ।

অতএব সবিনয় অনুরোধ আমাকে উক্ত দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।

নিবেদক
সাব্বির সরকার