Shahadat Hossain (DXE014) – Requested For Other Leave

ঐচ্ছিক ছুটির জন্য আবেদন
বরাবর
মাননীয় সিইও
ডিজাইনএক্সপ্রেস
একতা নীর, প্রধান সড়ক, উপশহর, বগুড়া-৫৮০০

বিষয়: ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শাহাদৎ হোসেন, আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী। ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে এক দিনের জন্য ঐচ্ছিক ছুটি প্রার্থনা করছি।

অতএব, আমার এই ছুটির আবেদনটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

বিনীত
মোঃ শাহাদৎ হোসেন
ডিজাইনএক্সপ্রেস