বিষয়: ঐচ্ছিক ছুটির আবেদন
প্রতি,
রেজাউল করিম তালুকদার
সিইও ও প্রতিষ্ঠাতা পরিচালক,
DesignXpress
Ekota Nir, Ground Floor, Main Road, Upashahar, Bogura-5800, Bangladesh
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র গ্রাফিক ডিজাইনার, বর্তমানে DesignXpress-এ কর্মরত। ব্যক্তিগত কারণে আমি আজ ২২ এপ্রিল ২০২৫ তারিখে একটি ঐচ্ছিক ছুটি নিতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, উক্ত তারিখে আমাকে ছুটি প্রদান করার অনুমতি প্রদান করবেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদাত হোসেন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress