বরাবর,
মাননীয় সিইও
DesignXpress
Ekota Nir, Ground Floor, Main Road, Upashahar, Bogura-5800
বিষয়: এক দিনের অসুস্থতাজনিত ছুটির আবেদন।
মাননীয় মহোদয়,
আমি Md Shahadat Hossain বিনীতভাবে জানাচ্ছি যে, গত রাত থেকে ঘুমানোর সময় ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করছি এবং বর্তমানে ঘাড় ঘোরাতে পারছি না। সেই সঙ্গে পিঠের মধ্যেও প্রচণ্ড ব্যথা রয়েছে।
এই শারীরিক অবস্থায় অফিসে উপস্থিত থেকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
অতএব, আজ (১২ এপ্রিল ২০২৫) এক দিনের অসুস্থতাজনিত ছুটি প্রদানের জন্য আপনার সদয় অনুমতি কামনা করছি।
বিনীত,
Md Shahadat Hossain
DesignXpress