অসুস্থতাজনিত ছুটির আবেদন
তারিখ: ২৬ জুলাই, ২০২৫
বরাবর,
রেজাউল করিম তালুকদার
সিইও ও প্রতিষ্ঠাতা পরিচালক,
DesignXpress
একতা নির, গ্রাউন্ড ফ্লোর, মেইন রোড, উপশহর, বগুড়া-৫৮০০, বাংলাদেশ
বিষয়: আকস্মিক অসুস্থতার কারণে একদিনের ছুটির আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শাহাদাৎ হোসেন, DesignXpress-এর সিনিয়র গ্রাফিক ডিজাইনার, গত রাত থেকে হঠাৎ করেই জ্বর, গলা ব্যথা এবং কাশিতে আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে শরীর এতটাই খারাপ লাগছে যে, আজ অফিসে আসাটা বেশ কঠিন হয়ে পড়েছে।
তাই, আপনার কাছে সশ্রদ্ধ অনুরোধ, আমাকে আজ, ২৬ জুলাই, ২০২৫ তারিখের জন্য একটি অসুস্থতাজনিত ছুটি মঞ্জুর করলে খুবই উপকৃত হবো। আশা করছি, একদিনের বিশ্রামেই অনেকটা সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে পারব।
আপনার সহানুভূতিশীল বিবেচনা এবং এই সাময়িক অসুবিধায় সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
বিনীত নিবেদক,
মোঃ শাহাদাৎ হোসেন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress