বরাবর
মাননীয় সিইও
ডিজাইনএক্সপ্রেস
একতা নীর, প্রধান সড়ক, উপশহর, বগুড়া-৫৮০০
বিষয়: ৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সাকিবুল ইসলাম, আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী। ব্যক্তিগত কারণে আগামীকাল ৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে এক দিনের জন্য ঐচ্ছিক ছুটি প্রার্থনা করছি।
অতএব, আমার এই ছুটির আবেদনটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
বিনীত
সাকিবুল ইসলাম
ডিজাইনএক্সপ্রেস