বরাবর
মাননীয় সিইও
ডিজাইনএক্সপ্রেস
একতা নীর, প্রধান সড়ক, উপশহর, বগুড়া-৫৮০০
বিষয়: ১১ আগস্ট ২০২৫ তারিখ হাফ বেলা ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সাকিবুল ইসলাম, আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী। কলেজ সংক্রান্ত জরুরি কারণে আগামী ১১ আগস্ট ২০২৫ তারিখ, হাফ বেলা ঐচ্ছিক ছুটি প্রার্থনা করছি।
অতএব, আমার এই ছুটির আবেদনটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
বিনীত
সাকিবুল ইসলাম
গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস