বরাবর,
ডিজাইন এক্সপ্রেস পরিচালক।
মো: রেজাউল করিম স্যার
জনাব, বিনীত নিবেদক এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন জুনিয়র ডিজাইনার। আমাদের এলাকার একটা বিখ্যাত মেলা আয়োজিত হবে সে উপলক্ষে আমার বাসায় ছোট একটা আয়োজন ব্যবস্থা করা হয়েছে পারিবারিক ভাবে তাই ০৯-১০-২০২৪ তারিখে ছুটির প্রয়োজন।
অতএব,,হুজুর বাহাদুর দয়া করে আমাকে ছুটি দানে আপনার মর্জি হয়
ইতি,
মো: সিহাব সরকার