Shihab Sarkar (DXE045) – Requested For Sick Leave

আসসালামুলাইকুম

বরাবর,

ডিজাইনএক্সপ্রেস পরিচালক: রেজাউল করিম তালুকদার স্যার

আমি মো:সিহাব সরকার আপনার ডিজাইনএক্সপ্রেস একজন জুনিয়র গ্রাফিচ ডিজাইনার। আমার শরীলে চর্ম জনিত সমস্যা বেশি কয়েকটি জায়গায় দেখা দিয়েছে। তাই আজ ডা: দেখাবো ।

অতএব, স্যার যদি আজ হাফ বেলা ছুটি দেন আমাকে আমার অনেক ভালো হতো।

ইতি,
মো: সিহাব সরকার