Shihab Sarkar (DXE045) – Requested For Study Leave

বরাবর,
প্রতিষ্ঠান পরিচালক* মো: রেজাউল করিম তালুকদার স্যার

বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন জুনিয়র ডিজাইনার। আগামী ১২,১৩,১৪ তারিখে আমার অর্নাস ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অতএব, স্যার দয়া করে যদি আমাকে আগামী ১২,১৩,ও ১৪ তারিখ ছুটি দিতেন আমার উপকার হয়তো।

ইতি,
মো: সিহাব