বরাবর,
ডিজাইনএক্সপ্রেস পরিচালক
মো: রেজাউল তালুকদার স্যার
জনাব,
বিনীত নিবেদক এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার মো: সিহাব সরকার। আমার আগামী ৩-০৭-২০২৪ থেকে টেস্ট পরিক্ষা অনুষ্ঠিত হবে।
অতএব,
হুজুর বাহাদুর দয়া করে আগামী ০৩-০৭-২০২৪,, ০৪-০৭-২০২৪,, ০৭-০৭-২০২৪,, ১১-০৭-২০২৪,, ১৪-০৭-২০২৪,, তারিখ সমূহে ছুটি দানে আপনার বিশেষ ভাবে মর্জি হয়।
নিবেদক,
মো: সিহাব সরকার