তারিখ: ৩১/০৮/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ১ দিনের ছুটির আবেদন ।
শ্রদ্ধেয় স্যার ,
গত রাতে আমার আপন ছোট ভাইয়ের শশুর ইন্তেকাল করেছেন। তাহার ঠিকানা নারহট্ট, পূর্বপাড়া, কাহালু, বগুড়া। আমি তাহার জানাযায় উপস্থিত হব এবং তার পরিবারকে সমবেদনায় প্রকাশে তার বাড়িতে উপস্থিত আছি। তাই আজ ৩১/০৮/২০২৪ ইং ডিউটিতে আসতে পারছি না।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ১ দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক,
মো.সোহেল রানা
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস