Shohel Rana (DXE018) – Requested For Sick Leave

তারিখ: ২0/০৬/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: হাফ বেলা ছুটির আবেদন ।

শ্রদ্ধেয় স্যার ,
গত কয়েক দিন হচ্ছে আমার ছেলে জ্বর, সর্দি কাশি তে ভুগতেছে। গতকাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার শিশু বিশেষজ্ঞ ” Professor Dr. Shirin Afroz ” ডাক্তারকে দেখিয়েছিলাম। আজ দুপুর থেকে শ্বাষ কষ্ট দেখা যাচ্ছে। তাই আমি দেরি না করে ডাক্তাররে সাজেশন অনুযায়ী ”ইনডিপেনডেন্ট জেনারেল হসপিটাল বগুড়া” এডমিট করাতে চাচ্ছি।

অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে দুপুর ০২:৩০ হতে ০৬:০০ পর্যন্ত হাফবেলা ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.সোহেল রানা
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।