তারিখ: ২৪/০৬/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: আজকের হাফ বেলা এবং আগামীকাল ফুল দিনের ছুটির আবেদন ।
শ্রদ্ধেয় স্যার ,
আপনি অবগত আছেন যে আমার ছেলের শ্বাষকষ্ট জনিত রোগে গত বৃহস্পতিবার ২০-০৬-২০২৪ ইং তারিখে “ইনডিপেনডেন্ট জেনারেল হসপিটাল” এ ভর্তি করিয়েছি। আগামী কাল তাকে রিলিজ দেবার তারিখ আছে।
এবং আমি গত বেশ কিছুদনি যাবৎ জ্বর,স্বর্দি, কাশিতে ভুগিতেছি। গত কাল থেকে আমার কাশির সাথে রক্ত বের হচ্ছে। তাই আজ দুপুর ২ টায় “অধ্যাপক ডাঃ মোঃ মজিবর রহমান (সেলিম),কার্ডিওলজিস্ট ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ এর সিরিয়াল নিয়েছি।
উপরোক্ত বিষয় বিবেচনায় সাপেক্ষ্যে আমি আগামীকাল ১দিন এবং আজকে হাফ বেলা (০২:৩০ – ০৬) ছুটির আবেদন জানাচ্ছি।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক,
মো.সোহেল রানা
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।