Shohel Rana (DXE018) – Requested For Sick Leave

তারিখ: ০১/১০/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: ইমারজেন্সি ছুটির আবেদন ।

শ্রদ্ধেয় স্যার ,
আমি আপনার প্রতিষ্ঠার একজন অনুগত কর্মচারী। যথানিয়মে আজ ডিউটিতে উপস্থিত হয়েছি। আমার স্ত্রীর শারীরিক সমস্যা রেখে আজ ডিউটিতে উপস্থিত হয়েছিলাম। কিন্তু ফোনে জানতে পারলাম তার সমস্যা অত্যধি এবং তাকে ডাক্তার দেখাতে হবে। তাই আজ ফুল ডিউটি করতে পারছি না।

বিষয়টি বিবেচনা সাপেক্ষে আমাকে ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.সোহেল রানা
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।