Sumon Rahman (DXE012) – Requested For Personal Leave

বরাবর
ব্যবস্থাপক পরিচালক
ডিজাইন এক্সপ্রেস
উপশহর বগুড়া সদর, বগুড়া

বিষয়: ব্যক্তিগত কারণে (ফুপু মারা যাওয়ায়) অর্ধ-দিবস ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি, মো: সুমন রহমান, আপনার প্রতিষ্ঠানের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছি।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার ফুপু আজ [তারিখ: ১২-০৭-২০২৫] সকালে ইন্তেকাল করেছেন। এই দুঃসময়ে পারিবারিক কাজে অংশ নিতে আমার অর্ধ-দিবস ছুটির প্রয়োজন।

অতএব, সবিনয় অনুরোধ, আমাকে আজ ১২-০৭-২০২৫ তারিখের জন্য অর্ধ-দিবস ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

মো: সুমন রহমান
সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস
উপশহর বগুড়া সদর, বগুড়া