তারিখ: ১৩/০১/২০২৫
প্রাপক:
রেজাউল করিম তালুকদার
CEO and Founder
ডিজাইন এক্সপ্রেস
উপশহর, বগুড়া।
বিষয়: পৌষ পার্বণ উপলক্ষে এক দিনের ছুটির আবেদন
মাননীয়,
বিনীত নিবেদন এই যে, আমি পার্থ সরকার, সিনিয়র গ্রাফিক ডিজাইনার পদে ডিজাইন এক্সপ্রেস-এ কর্মরত। আসন্ন পৌষ পার্বণ আমাদের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে একটি, যা আমাদের সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে নতুন করে উদযাপনের সুযোগ দেয়। এই বিশেষ দিনটি আমি আমার পরিবারের সঙ্গে উদযাপন করতে আগ্রহী।
তাই, আমি বিনীতভাবে ১৪/০১/২০২৫ তারিখে এক দিনের ছুটি মঞ্জুর করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নিশ্চিত করছি যে, আমার দায়িত্বাধীন সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।
আপনার অনুমোদন আমার প্রতি বিশেষ অনুগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং আমি এ জন্য চিরকৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে,
পার্থ সরকার
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস