Sumon Sarkar Partho (DXE021) – Requested For Other Leave

জনাব রেজাউল করিম তালুকদার
সিইও ও ফাউন্ডার
ডিজাইন এক্সপ্রেস

বিষয়: অর্ধদিবসের ছুটির আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি পার্থ সরকার, ডিজাইন এক্সপ্রেস-এ একজন সিনিয়র ডিজাইনার হিসেবে কর্মরত। আজ অফিসের সহকর্মীদের সঙ্গে একত্রে গোসল করার জন্য অংশগ্রহণ করেছি। ফলে অফিসের নিয়মিত কার্যক্রমে সম্পূর্ণ সময় উপস্থিত থাকা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে, আজকের জন্য অর্ধদিবসের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় অনুমোদন প্রার্থনা করছি।

আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ।

সৌহার্দ্যসহ,
পার্থ সরকার
সিনিয়র ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস