আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO and Founder
বিষয়: লাঞ্চ পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আগামীকাল আমার গ্রামের এক বড়ভাইয়ের বউভাত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অর্ধদিবস ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহ পূর্বক আমাকে লাঞ্চ পিরিয়ডের পর ছুটি মঞ্জুর করে চিরকৃতজ্ঞ দানে আবদ্ধ রাখিবেন।
ধন্যবাদান্তে,
পার্থ সরকার