Sumon Sarkar Partho (DXE021) – Requested For Personal Leave

বরাবর,
ব্যবস্থাপক,
Design Xpress

বিষয়: অর্ধদিবসের ছুটির আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি পার্থ সরকার, Design Xpress-এ একজন সিনিয়র ডিজাইনার হিসেবে কর্মরত। আজ, ০৪ মার্চ ২০২৫, আমার স্ত্রী অসুস্থ থাকায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই অফিসের কাজ সাময়িকভাবে বিরতি দিয়ে আমাকে অর্ধদিবসের ছুটি নিতে হবে।

অতএব, অনুগ্রহপূর্বক আজকের জন্য অর্ধদিবসের ছুটি মঞ্জুর করার অনুরোধ জানাচ্ছি। আপনার অনুমোদন পেলে আমি কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,
পার্থ সরকার
সিনিয়র ডিজাইনার
Design Xpress