Sumon Sarkar Partho (DXE021) – Requested For Study Leave

ব্যবস্থাপক রেজাউল করিম
ডিজাইন এক্সপ্রেস

বিষয়: এক দিনের ছুটির আবেদন

মাননীয়,

বিনীত নিবেদন এই যে, আমি পার্থ সরকার, সিনিয়র গ্রাফিক ডিজাইনার, আগামীকাল ০৯ ফেব্রুয়ারি ২০২৫ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অফিসে উপস্থিত থাকতে পারবো না। তাই, আমি আপনার নিকট এক দিনের ছুটির অনুমতি প্রার্থনা করছি।

আমি আশা করি, আপনি আমার অনুরোধটি সদয় বিবেচনা করে ছুটি মঞ্জুর করবেন।

ধন্যবাদান্তে,
পার্থ সরকার
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫