Sumon Sarkar Partho (DXE021) – Requested For Study Leave

বরাবর,
জনাব রেজাউল করিম তালুকদার
সিইও ও ফাউন্ডার
ডিজাইন এক্সপ্রেস

বিষয়: স্থগিত হওয়া ডিগ্রী পরীক্ষার জন্য তিন দিনের ছুটির আবেদন।

জনাব,
বিনীতভাবে জানানো যাচ্ছে যে, আমি আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষায় অংশগ্রহণ করছি। পূর্বে নির্ধারিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন সময়সূচি অনুযায়ী আমার পরীক্ষা ০৩/০৮/২০২৫, ০৪/০৮/২০২৫, এবং ০৫/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, পরীক্ষায় অংশগ্রহণের স্বার্থে আমি উপরোক্ত তিন দিনের ছুটি প্রার্থনা করছি। অনুগ্রহ করে উক্ত সময়ের জন্য আমাকে ছুটি মঞ্জুর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আপনার সদয় বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ।

বিনীত,
পার্থ সরকার
সিনিয়র ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস